প্রধান শিক্ষকের বাণী

অন্ধকার দূর করে মানবজীবনকে আলোকিত করে শিক্ষা। সে আলোতে আঁধার দূরীভূত হয়ে উদ্ভাসিত হয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র। এ বিশ্বে যা কিছু সুন্দর ও কল্যাণকর, যা কিছু মহৎ ও গৌরবের তার অন্যতম বাহন-শিক্ষা। তাই জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজন আধুনিক শিক্ষা, যুগোপযোগী শিক্ষা ও মানসম্মত শিক্ষা । আর উক্ত রূপ শিক্ষার প্রধান নিয়ামক- মানসম্মত, প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক-শিক্ষিকা। সেই লক্ষ্যে বলিয়াদি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সচেতনতার পরিচয় দিয়ে যাচ্ছেন। বলিয়াদি উচ্চ বিদ্যালয় অত্র বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপিত হওয়ার প্রেক্ষিতে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবনের, জাতীয় জীবনের এবং আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতামূলক চাকুরি ক্ষেত্রের উপযোগী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান অর্জনের সুযোগ-সুবিধা পাচ্ছে। তাছাড়াও সর্বশেষ ন্যাশনাল কারিকুলাম মোতাবেক শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পাঠদান করা এবং খেলাধুলার নিয়ম কানুন সম্পর্কে সম্যক জ্ঞানদান করার জন্য প্রতিষ্ঠানটির প্রভাতি ও দিবা শিফট- এ যেমন রয়েছে উপন্যাস প্রশিক্ষণ প্রাপ্ত শরীর চর্চা শিক্ষক, তেমনি রয়েছে সুবিশাল খেলার মাঠ ও পর্যাপ্ত সংখ্যক খেলাধুলার সামগ্রী। ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছর উপজেলা ও জেলা পর্যায়ে শীতকালীন ও গ্রীষ্মকালীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে কৃতিত্বের সাক্ষ্য বহন করছে। ছাত্র-ছাত্রীদেরকে দেশ ও জাতির সঠিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর জাতীয় দিবস গুলো যথাযোগ্য মর্যাদার সাথে উদ্‌যাপন করা হয়ে থাকে। অধিকন্তু অত্র প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, গান, কোরআন তেলাওয়াত, বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা সফরসহ নানা প্রকার শিক্ষা সম্পূরক কর্মকাণ্ডে অংশ গ্রহণের ব্যাপক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বিধান, ভৌত অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক উন্নয়নে রয়েছে সুশিক্ষিত ও সুদক্ষ সদস্য-মহোদয়গণের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও অক্লান্ত পরিশ্রম। শিক্ষকমণ্ডলী, পরিচালনা পরিষদ ও অভিভাবকগণের যৌথ প্রচেষ্টার ফলে প্রতি বছর অত্র প্রতিষ্ঠান হতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী JSC ও SSC উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫.০০ ও জিপিএ-৫.০০ অর্জন করছে এবং পাশের হার শত ভাগে উন্নতি হয়েছে। কাজেই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
Copyright © 2025 Design By PEOPLES SOFTECH